যেভাবে একটি ইউটিউব চ্যানেল খুলবেন
তারপর আপলোড অথবা তীর চিহ্নে ক্লিক করুন।এখন লিখা আসবে upload as। এর পরে দুইটা নাম দিতে বলবে এই দুইটা নামই হলো আপনার চ্যানেলের নাম।এই নামেই আপনার চ্যানেল রিপ্রেজেন্ট করবে।চ্যানেল খোলার পর আপলোডের চিহ্নটা বড় করে শো করবে।ওটাতে ক্লিক করলে আপনার মেমোরি থেকে যে ভিডিও আপলোড করতে চান সেটা সিলেক্ট করে দিবেন।আপলোড কমপ্লিট হবে 0 থেকে 100%।তারপর একইভাবে ভিডিও প্রসেসিং হবে 100%।তারপর ভিডিওর টাইটেল এ একটা নাম দিবেন,যে নামে ভিডিওটা সর্বত্র শো করবে।Description এ ভিডিও সম্পর্কে কিছু লিখবেন।বলে রাখা ভালো যে,Description এর লিখাটা আপনার ভিডিওকে সার্চ ইঞ্জিনে অগ্রগামী করতে সহায়তা করবে।তাই এখানে চিন্তা ভাবনা করে কিছু লিখবেন।আপনার কাজ মোটামুটি শেষ,এখন পাবলিশে ক্লিক করুন।ভিডিও পাবলিশড হয়ে যাবে এবং আপনার কাজ শেষ।এখন যে কোনো জায়গা থেকে ভিডিওটা সার্চ দিয়ে যাচাই করতে পারেন,আপনার ভিডিওটা ইউটিউবে গেসে কিনা।
চেষ্টা করেছি সহজভাবে বুঝানোর জন্য।এরপরে বুঝতে কোনো সমস্যা হলে এই ভিডিওটা দেখবেনএতে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়া আছে।আর কমেন্ট ও করতে পারেন নিচের কমেন্ট বক্সে।
Comments
Post a Comment