যেভাবে একটি ইউটিউব চ্যানেল খুলবেন


আগে আপনার একটি থাকা লাগবে।জিমেইল আইডি না থাকলে এই পোস্ট থেকে জিমেইল আইডি খুলে ফেলুন।ধরলাম আপনার একটি জিমেইল আইডি খোলা হয়ে গেছে।এখন ঐ আইডিতে লগইন থাকা অবস্থায় আপনার এন্ড্রয়েড ফোন অথবা পিসির ক্রোম থেকে youtube.com এ ঢুকুন।দেখুন পাশে লেখা আছে সাইন ইন।সাইন ইন এ ক্লিক কিরে আপনার আইডি আর পাসওয়ার্ড দিয়ে আবার লগইন করুন।দেখবেন সাইন ইনের জায়গায় গোল চিহ্ন দেখাচ্ছে,তাহলে বুঝবেন লগইন কমপ্লিট।আর যদি প্রথমেই সাইন ইনের বদলে গোল চিহ্নটা থাকে,তাহলে আর লগইন করতে হবে না,আপনার ব্রাউজার এ অটো লগইন করা আছে।
তারপর আপলোড অথবা তীর চিহ্নে ক্লিক করুন।এখন লিখা আসবে upload as। এর পরে দুইটা নাম দিতে বলবে এই দুইটা নামই হলো আপনার চ্যানেলের নাম।এই নামেই আপনার চ্যানেল রিপ্রেজেন্ট করবে।চ্যানেল খোলার পর আপলোডের চিহ্নটা বড় করে শো করবে।ওটাতে ক্লিক করলে আপনার মেমোরি থেকে যে ভিডিও আপলোড করতে চান সেটা সিলেক্ট করে দিবেন।আপলোড কমপ্লিট হবে 0 থেকে 100%।তারপর একইভাবে ভিডিও প্রসেসিং হবে 100%।তারপর ভিডিওর টাইটেল এ একটা নাম দিবেন,যে নামে ভিডিওটা সর্বত্র শো করবে।Description এ ভিডিও সম্পর্কে কিছু লিখবেন।বলে রাখা ভালো যে,Description এর লিখাটা আপনার ভিডিওকে সার্চ ইঞ্জিনে অগ্রগামী করতে সহায়তা করবে।তাই এখানে চিন্তা ভাবনা করে কিছু লিখবেন।আপনার কাজ মোটামুটি শেষ,এখন পাবলিশে ক্লিক করুন।ভিডিও পাবলিশড হয়ে যাবে এবং আপনার কাজ শেষ।এখন যে কোনো জায়গা থেকে ভিডিওটা সার্চ দিয়ে যাচাই করতে পারেন,আপনার ভিডিওটা ইউটিউবে গেসে কিনা।
চেষ্টা করেছি সহজভাবে বুঝানোর জন্য।এরপরে বুঝতে কোনো সমস্যা হলে এই ভিডিওটা দেখবেনএতে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়া আছে।আর কমেন্ট ও করতে পারেন নিচের কমেন্ট বক্সে।

Comments

Popular posts from this blog

How to mention anyone in facebook post comment or message যেভাবে ফেসবুক পোস্ট কমেন্ট অথবা মেসেঞ্জারে কাউকে মেনশন করবেন

গীবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ংকর লিরিক্স Gibot kora manush gulo shob cheye beshi voyongkor lyrics by saimum shilpigoshthi

Noakhali Science and Technology University(NSTU) BUS Schedule