How to Create Gmail ID Bengali Tutorial যেভাবে খুব সহজে জিমেইল খুলতে পারেন


সকল ভিজিটরদেরকে শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আমি আমার পোস্টটি লেখা শুরু করছি,আসসালামু আলাইকুম।আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে খুব সহজে একটি জিমেইল আইডি খোলা যায় এন্ড্রয়েড এবং পিসিতে।যেহেতু ম্যাক্সিমাম মানুষের হাতেই এখন এন্ড্রয়েড ফোন আছে,তাই আমি এন্ড্রয়েড ফোনের মাধ্যমে কিভাবে করা যায় সেটাই দেখাচ্ছি।তবে একই পদ্ধতিতে পিসি (পারসোনাল কম্পিউটার)তেও খুলতে পারবেন।তো শুরু করা যাক।

সকল এন্ড্রয়েড ফোনে সাধারণত ক্রোম ডিফল্টভাবেই দেয়া থাকে।তাই আমি মুলতঃ ক্রোমের মাধ্যমেই দেখাচ্ছি।তবে ফায়ারফক্স,সাফারি বা অন্যান্ন ব্রাউজারেও একইভাবে করতে পারবেন।

যেভাবে খুব সহজেই নাম্বার ছাড়া এবং নাম্বার সহ জিমেইল খুলবেন

প্রথমে ক্রোমের এড্রেসবারে লিখবেন mail.google.com।তারপর Go বা enterদিন। সেখান থেকে create an account এ যান।এটা খুজে না পেলে more অপশন এ ক্লিক করুন,তাহলে পেয়ে যাবেন।তারপর এখানে নিচের মতো ঘরগুলো পুরণ করবেন।
ফার্স্ট নেম,লাস্ট নেম,ইউজারনেম।ইউজারনেম অবশ্যই ইউনিক হতে হবে,মানে এই নামে আর কারো আইডি থাকতে পারবেনা।আপনি আপনার নামের সাথে বিভিন্ন আনকমন শব্দ বা নাম্বার যোগ করে নাম ইউনিক করতে পারেন।আর আপনার আইডি মুলত এই ইউজারনেমই।এটার সাথে শুধু gmail.com এড হবে।তারপর যথাক্রমে জন্মদিন,লিঙ্গ,নাম্বারের ঘর পুর্ণ করেন।যদি নাম্বার ছাড়া জিমেইল খুলতে চান,তবে এমন একটি পিসি বা মোবাইল থেকে খোলার চেষ্টা করুন যেটাতে গত ১০-১২দিন জিমেইল চালাননি অথবা খুলেন নি,সেক্ষেত্রে নাম্বার ছাড়াই জিমেইল খুলতে পারবেন।তারপর continue করুন।I agree দিন।continue to google mail দিন।আইডি খোলা শেষ নাম্বার ছাড়া।আর যদি এই জিমেইল দিয়ে ইউটিউবে টাকা কামানোর জন্য চ্যানেল খুলতে চান,তবে আপনাকে অবশ্যই একটা নাম্বার এড করে ভেরিফাই করতে হবে।
ভেরিফাই করার পদ্ধতি হলো বাংলাদেশের কান্ট্রি কোড (880) সিলেক্ট করে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে continue দিবেন।তারপর আপনার নাম্বারে গুগল থেকে একটি ভেরিফিকেশন কোড যাবে।সেই কোডটি দিয়ে continue করুন।আপনার কাজ প্রায় শেষ।continue to google mail আসলে তাতে ক্লিক করুন।তখন আপনার জিমেইলের ইনবক্স শো করবে।আপনার জিমেইল একাউন্ট খোলা সুসম্পন্ন হয়েছে।

চেষ্টা করেছি সহজ করে বুঝানোর জন্য।এরপরও কিছু না বুঝে থাকলে এই ভিডিওটি দেখুন।আশা করি একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন।

Popular posts from this blog

How to mention anyone in facebook post comment or message যেভাবে ফেসবুক পোস্ট কমেন্ট অথবা মেসেঞ্জারে কাউকে মেনশন করবেন

গীবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ংকর লিরিক্স Gibot kora manush gulo shob cheye beshi voyongkor lyrics by saimum shilpigoshthi

Noakhali Science and Technology University(NSTU) BUS Schedule