How to Create Gmail ID Bengali Tutorial যেভাবে খুব সহজে জিমেইল খুলতে পারেন
সকল এন্ড্রয়েড ফোনে সাধারণত ক্রোম ডিফল্টভাবেই দেয়া থাকে।তাই আমি মুলতঃ ক্রোমের মাধ্যমেই দেখাচ্ছি।তবে ফায়ারফক্স,সাফারি বা অন্যান্ন ব্রাউজারেও একইভাবে করতে পারবেন।
যেভাবে খুব সহজেই নাম্বার ছাড়া এবং নাম্বার সহ জিমেইল খুলবেন
প্রথমে ক্রোমের এড্রেসবারে লিখবেন mail.google.com।তারপর Go বা enterদিন। সেখান থেকে create an account এ যান।এটা খুজে না পেলে more অপশন এ ক্লিক করুন,তাহলে পেয়ে যাবেন।তারপর এখানে নিচের মতো ঘরগুলো পুরণ করবেন।ফার্স্ট নেম,লাস্ট নেম,ইউজারনেম।ইউজারনেম অবশ্যই ইউনিক হতে হবে,মানে এই নামে আর কারো আইডি থাকতে পারবেনা।আপনি আপনার নামের সাথে বিভিন্ন আনকমন শব্দ বা নাম্বার যোগ করে নাম ইউনিক করতে পারেন।আর আপনার আইডি মুলত এই ইউজারনেমই।এটার সাথে শুধু gmail.com এড হবে।তারপর যথাক্রমে জন্মদিন,লিঙ্গ,নাম্বারের ঘর পুর্ণ করেন।যদি নাম্বার ছাড়া জিমেইল খুলতে চান,তবে এমন একটি পিসি বা মোবাইল থেকে খোলার চেষ্টা করুন যেটাতে গত ১০-১২দিন জিমেইল চালাননি অথবা খুলেন নি,সেক্ষেত্রে নাম্বার ছাড়াই জিমেইল খুলতে পারবেন।তারপর continue করুন।I agree দিন।continue to google mail দিন।আইডি খোলা শেষ নাম্বার ছাড়া।আর যদি এই জিমেইল দিয়ে ইউটিউবে টাকা কামানোর জন্য চ্যানেল খুলতে চান,তবে আপনাকে অবশ্যই একটা নাম্বার এড করে ভেরিফাই করতে হবে।ভেরিফাই করার পদ্ধতি হলো বাংলাদেশের কান্ট্রি কোড (880) সিলেক্ট করে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে continue দিবেন।তারপর আপনার নাম্বারে গুগল থেকে একটি ভেরিফিকেশন কোড যাবে।সেই কোডটি দিয়ে continue করুন।আপনার কাজ প্রায় শেষ।continue to google mail আসলে তাতে ক্লিক করুন।তখন আপনার জিমেইলের ইনবক্স শো করবে।আপনার জিমেইল একাউন্ট খোলা সুসম্পন্ন হয়েছে।চেষ্টা করেছি সহজ করে বুঝানোর জন্য।এরপরও কিছু না বুঝে থাকলে এই ভিডিওটি দেখুন।আশা করি একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন।