এয়ারটেল সিমে ৬০এম্বি মাত্র ১.২টাকা ১মাস মেয়াদ 60MB only 1.2tk in Airtel Sim with 28days Validity
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
প্রথমে আপনাকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে।সফটওয়্যার টার নাম হলো my airtel prepaid।সফটওয়্যারটি এই লিংক থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন অথবা প্লেস্টোর থেকেও ডাউনলোড করতে পারেন।
ধরে নিলাম আপনার ফোনে সফটওয়্যারটি ইনস্টল করা হয়ে গেছে।এখন সফটওয়ারের মধ্যে ঢুকুন।continue as এর পরে ফোন নম্বর দেখাবে,সেটাতে ট্যাপ করুন,তারপর লগইন হবে এবং উপরে আপনার ফোন নাম্বার দেখাবে।তারপর mobile internet এ ঢুকবেন।তারপর 3g packages>available plans তারপর নিচের দিকে যেতে থাকুন।দেখবেন লিখা আছে নিচের মতো।এখন এটাতে ক্লিক করুন,তারপর I accept দিন,তারপর activate দিন।একটা পিন নাম্বার আসবে ম্যাসেজে।সেটা আগত বক্সে দিয়ে ok করুন। সাথে সাথে এম্বি চলে আসবে।এভাবে যতবার ইচ্ছা নিতে পারেন যতদিন পর্যন্ত অফারটা চালু থাকে।এভাবে বার বার ডায়াল করলে ২১টাকায় ১জিবি আসবে,মেয়াদ ২৮দিন।চেষ্টা করেছি যতোটা পারি সহজ করে বুঝাতে,এরপরেও বুঝতে কোনো সমস্যা হলে নিচের ভিডিওটা দেখুন।আশা করি উপকার হবে।
স্বাগত আমার ব্লগে।আজকে আপনাদের শিখাবো কিভাবে যে কাউকে আপনার ফেসবুকে মেনশন করুন,হোক সে আপনার ফেসবুক ফ্রেন্ড অথবা ফ্রেন্ড না।অনেক ভাবেই যে কাউকে ফেসবুকে মেনশন করা যায়।আমি কয়েকটা পদ্ধতি শেয়ার করছি,এভাবে ফেসবুকের যে কাউকে হোক মেনশন করতে পারবেন.চলুন শুরু করা যাক ফেসবুকের যে কোন পোস্টে,কমেন্টে অথবা মেসেঞ্জারে আপনার যে কোনো ফেসবুক বন্ধুকে অথবা বন্ধু ছাড়া অন্য কাউকে মেনশন করবেন ফেসবুক পোস্ট অথবা কমেন্টে সবচেয়ে ইজিলি মেনশন করার পদ্ধতি হলো যার নাম মেনশন করবেন তার নামের প্রথম অক্ষর বড় হাতের দিয়ে শুরু করে ধীরে ধীরে লিখতে থাকুন,তারপর নামের সাথে মিলে গেলে অটোমেটিক একটা নামের চার্ট আসবে সেখান থেকে আপনার কাঙ্খিত ব্যাক্তিকে সিলেক্ট করুন।এই পদ্ধতিটা পিসিতে ভালো কাজে দেয়,মোবাইলে না ও আসতে পারে।তো যদি নামের চার্ট না আসে,অথবা চার্ট আসার পরও কাঙ্খিত ব্যক্তিকে খুজে পাচ্ছেন না,সে ক্ষেত্রে দ্বিতীয় পদ্ধতি প্রয়োগ করুন। দ্বিতীয় পদ্ধতি এই পদ্ধতিটাও প্রথমটার মতই।আপনার কাঙ্খিত ব্যক্তির নাম লিখতে থাকুন,তবে নামের পুর্বে একটা @ দিবেন।অর্থাৎ @ পরে কোনো স্পেস না দিয়ে ঐ ব্যক্তির নাম লিখা শুরু করলে নামের লিস্ট চলে আসব...
Gibot kora manush gulo shob cheye beshi voyongkor lyrics by saimum shilpigoshthi গীবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ংকর লিরিক্স সাইমুম শিল্পীগোষ্ঠী গীবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ংকর। ছড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর। গীবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ংকর। ছড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর। গীবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ংকর। ছড়িয়ে দাও ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর। আরেকজনার দোষ খুজতে ব্যস্ত সে যে সবসময় নিজের দোষের পায়না হদিস,মানবেনা ভূল তারও হয় । আরেকজনার দোষ খুজতে ব্যস্ত সে যে সবসময় নিজের দোষের পায়না হদিস,মানবেনা ভূল তারও হয় আরেকজনার নিন্দা করে জিন্দা করে পাপ যে তার আরেকজনার নিন্দা করে জিন্দা করে পাপ যে তার ছড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর। গীবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ংকর। ছড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর। নিজের মতের মিল খুজতে যারা থাকে একরোখা। তাদের চোখে তিনিই চালাক অন্যরা সব হয় বোকা। নিজের মতের মিল খুজতে যারা থাকে একরোখা। তাদের চোখে তিনিই চালাক অন্যরা সব হয় বোক...
Dear viewers, NSTU is one of the renowned puclic university of Bangladesh.The Versity has many Buses.But,There were not given any Buses schedule in internet yet.So,I collected the Bus Schedule and tried to reach it in online.Hope that it will be helpful for the versity students and candidates,specially NSTUinas.The schedule is given below. NSTU bus schedule has updated recently NSTU UPDATED BUS SCHEDULE NSTU নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোবিপ্রবির পুরো ক্যাম্পাস দেখতে চাইলে নিচের ৩টি ভিডিও দেখুন।
Comments
Post a Comment