ঢাবি অধিভুক্ত ৭কলেজে ফরম ফিলাপের নিয়ম


ঢাবি অধিভুক্ত ৭কলেজে অর্থাৎ ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, ইডেন কলেজ,কবি নজরুল কলেজ,বেগম বদরুন্নেসা কলেজ,শহীদ সোহরাওয়ার্দী কলেজ এ ফরম ফিলাপ করতে হলে প্রথমে এই লিংকে প্রবেশ করুন।তারপর SSC HSC roll নং,রেরেজিট্রেশন নং,মোবাইল নং ইত্যাদি ধাপে ধাপে পুরণ করুন।শেষে 300/300 মাপের একটা ছবি আপলোড দিন।শেষে payment slip আসলে প্রিন্ট করে নিন অথবা প্রিন্টার না থাকলে পিডিএফ হিসেবে ডাউনলোড করে নিন।এই পিডিএফ টা প্রিন্ট করে সোনালি ব্যাংকের যে কোনো অনলাইন শাখায় ৪০০টাকা দিয়ে কাজ কম্পলিট করুন,তারা অর্ধেক ছিড়ে রেখে বাকি অর্ধেক ফিরিয়ে দেবে।টাকা জমা দেয়ার দুইদিন পর আগের ওয়েব সাইটে ঢুকে আপনার এপ্লিকেশন আইডি আর মোবাইল নাম্বার দিয়ে লগইন করুন।এখন আপনার পেমেন্ট অপশনে সবুজ চিহ্ন দেখতে পাবেন এবং এডমিট কার্ড তুলতে পারবেন।এডমিট কার্ডে পরীক্ষা সংক্রান্ত অনেক ইনফরমেশন দেয়া থাকবে।আশা করি এভাবে পারবেন। 7college.du.ac.bd এই ওয়েবসাইট এ এছাড়াও পরীক্ষার মানবন্টন,প্রশ্নপদ্ধতি সহ পরীক্ষা সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর পাবেন।এরপরেও কোনো সমস্যা হলে এই ভিডিওটা তে যেভাবে আছে সেই পদ্ধতি অনুসরণ করুন,তাহলেই হবে।

how to Apply Dhaka College

how to Apply Govt.Titumir College

how to Apply Govt.Eden College

How to Apply Govt.Sohrowardi College

ঢাবি অধিভুক্ত কলেজগুলোতে arts ও commerce গ্রুপে ভর্তির জন্য দিকনির্দেশিকা

ঢাকা কলেজ তিতুমীর কলেজ এডেন কলেজ সোহরাওয়ার্দী কলেজ বাংলা কলেজ বেগম বদরুন্নেসা কলেজ ভর্তির ফরম ফিলাপ

Comments

Popular posts from this blog

How to mention anyone in facebook post comment or message যেভাবে ফেসবুক পোস্ট কমেন্ট অথবা মেসেঞ্জারে কাউকে মেনশন করবেন

গীবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ংকর লিরিক্স Gibot kora manush gulo shob cheye beshi voyongkor lyrics by saimum shilpigoshthi

Noakhali Science and Technology University(NSTU) BUS Schedule