টেলিটক 'অপরাজিতা' সিমের আদ্যোপান্ত All Things about Teletalk Oporajita Sim


অপরাজিতা হলো বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় সিম অপারেটর টেলিটক এর একটি স্পেশাল প্যাকেজ,যেটা শুধু মেয়ে গ্রাহকদের জন্য দেশের সমস্ত টেলিটক কাস্টোমার কেয়ার থেকে নেয়া যাবে।মেয়ে গ্রাহক বলতে একজন মেয়ে বা মহিলা তার ভোটার আইডি কার্ড দিয়ে রেজিট্রেশন এবং ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ২টা সিম নিতে পারবে।পরে তার এই সিম যে কোনো পুরুষ গ্রাহক ব্যবহার করলেও সমস্যা নাই।প্রকৃত সত্য হচ্ছে এই সিম নিয়ে পুরুষদেরই আগ্রহ বেশি এবং তারাই বেশি নিচ্ছে যে কোনো মহিলাদের ফুসলিয়ে।এছাড়াও যে কোনো মহিলার মাধ্যমে রেজিট্রেশনকৃত টেলিটকের অন্যান্ন পুরণো প্যাকেজের গ্রাহকগনও এই অপরাজিতা প্যাকেজে মাইগ্রেট করে এর অফার গুলো ভোগ করতে পারবেন।

এই সিমের সবচেয়ে স্পেশাল সুবিধা হলো বিনামুল্যে যে কোনো ব্যাক্তি ২টা সিম তুলতে পারবেন,সিম চালু করার ১ম ৩মাসের মধ্যে ৮টাকায় ১জিবি এবং ১৪টাকায় ২জিবি ইন্টারনেট নিতে পারবেন যতবার খুশি ততবার।আর সিম যেহেতু ১০লাখ দেয়া হবে সারা দেশে,তাই যত দ্রুত সম্ভব নিয়ে নিন,পরবর্তীতে নাও পেতে পারেন।সিম সংক্রান্ত আরো বাকি তথ্য নিচে দেখুন।

টেলিটক অপরাজিতা চালু করার সাথে যে অফারগুলো পাবেন Startup Bonus of Teletalk Oporajita:

  1. গ্রাহক ১০ টাকা প্রিলোডেড এমাউন্ট হিসেবে পাবেন।
  2. প্রিলোডেড অ্যামাউন্টের মেয়াদ ৯০ দিন।
  3. গ্রাহক ১ জিবি ডাটা, ১০ মিনিট অন-নেট এবং ৫ মিনিট অফ-নেট ফ্রি পাবেন।
  4. ফ্রি মিনিট ও ডাটার মেয়াদ অ্যাক্টিভেশনের দিন থেকে শুরু করে ৭ দিন

Special Data offer Of Oporajita টেলিটক অপরাজিতা সিমের স্পেশাল ডাটা অফারঃ

  1. অপরাজিতা গ্রাহক ৮ টাকায় ১ জিবি ও ১৪ টাকায় ২ জিবি ডাটা সিম অ্যাক্টিভেশনের তিন মাসে যতবার খুশি ততবার উপভোগ করতে পারবেন। মেয়াদ ৭ দিন।
  2. অব্যবহৃত ডাটা পরবর্তীতে যোগ হবেনা।
  3. রিচার্জ অ্যামাউন্টে ভ্যাট,সম্পূরক শুল্ক ও সারচার্জ অন্তর্ভুক্ত।

অপরাজিতা সিমে ২৯টাকা রিচার্জে অফার

  1. ২৯ টাকা রিচার্জের মাধ্যমে গ্রাহক ৩০ পয়সা/মিনিট অন-নেট ও ৬০ পয়সা/মিনিট অফ-নেট কলরেট উপভোগ করতে পারবেন।
  2. সর্বনিম্ন কলরেটের মেয়াদ রিচার্জের দিন থেকে ৭ দিন।
  3. মেয়াদ শেষ হবার পর গ্রাহক মূল কলরেটে ফিরে যাবেন।
  4. ১ সেকেন্ড পালস প্রযোজ্য।

অপরাজিতা সিমে ৯৯ টাকা রিচার্জে অফার:

  1. ৯৯ টাকা রিচার্জের মাধ্যমে গ্রাহক ৩০ পয়সা/মিনিট অন-নেট ও ৬০ পয়সা/মিনিট অফ-নেট কলরেট উপভোগ করতে পারবেন।।
  2. সর্বনিম্ন কলরেটের মেয়াদ রিচার্জের দিন থেকে ৩০ দিন।
  3. মেয়াদ শেষ হবার পর গ্রাহক মূল ট্যারিফ প্ল্যানে ফিরে যাবেন।
  4. ১ সেকেন্ড পালস প্রযোজ্য

***Conditions of Teletalk Oporajita package ***শর্তাবলীঃ

  1. শুধুমাত্র নারী গ্রাহকগণ অপরাজিতা প্যাকেজ ক্রয় ও মাইগ্রেট করতে পারবেন।
  2. অপরাজিতা প্যাকেজে মাইগ্রেট করার জন্য নিকটস্থ কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে।
  3. সর্বনিম্ন মূল্যের ডাটার মেয়াদ ৩ মাস।

টেলিটক অপরাজিতায় ৮টাকায় ১জিবি এবং ১৪টাকায় ২জিবি নিতে পারেন সরাসরি How to Get 1gb & 2gb in oporajita without recharging

৮টাকায় ১জিবি কেনার জন্য ডায়াল করুন *111*8# এবং ১৪টাকায় ২জিবির জন্য ডায়াল করুন *111*14#

Comments

  1. পোস্ট টি খুব কাজের। একটি পোস্টে সবগুলো অফার সম্পর্কে আলোচনা করা হয়েছে। যা একজন রিডারের প্রয়োজনীয়। ধন্যবাদ।

    https://www.netofferbd.com/teletalk-30gb-internet-package/

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

How to mention anyone in facebook post comment or message যেভাবে ফেসবুক পোস্ট কমেন্ট অথবা মেসেঞ্জারে কাউকে মেনশন করবেন

গীবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ংকর লিরিক্স Gibot kora manush gulo shob cheye beshi voyongkor lyrics by saimum shilpigoshthi

Noakhali Science and Technology University(NSTU) BUS Schedule