টেলিটক 'অপরাজিতা' সিমের আদ্যোপান্ত All Things about Teletalk Oporajita Sim
অপরাজিতা হলো বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় সিম অপারেটর টেলিটক এর একটি স্পেশাল প্যাকেজ,যেটা শুধু মেয়ে গ্রাহকদের জন্য দেশের সমস্ত টেলিটক কাস্টোমার কেয়ার থেকে নেয়া যাবে।মেয়ে গ্রাহক বলতে একজন মেয়ে বা মহিলা তার ভোটার আইডি কার্ড দিয়ে রেজিট্রেশন এবং ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ২টা সিম নিতে পারবে।পরে তার এই সিম যে কোনো পুরুষ গ্রাহক ব্যবহার করলেও সমস্যা নাই।প্রকৃত সত্য হচ্ছে এই সিম নিয়ে পুরুষদেরই আগ্রহ বেশি এবং তারাই বেশি নিচ্ছে যে কোনো মহিলাদের ফুসলিয়ে।এছাড়াও যে কোনো মহিলার মাধ্যমে রেজিট্রেশনকৃত টেলিটকের অন্যান্ন পুরণো প্যাকেজের গ্রাহকগনও এই অপরাজিতা প্যাকেজে মাইগ্রেট করে এর অফার গুলো ভোগ করতে পারবেন। এই সিমের সবচেয়ে স্পেশাল সুবিধা হলো বিনামুল্যে যে কোনো ব্যাক্তি ২টা সিম তুলতে পারবেন,সিম চালু করার ১ম ৩মাসের মধ্যে ৮টাকায় ১জিবি এবং ১৪টাকায় ২জিবি ইন্টারনেট নিতে পারবেন যতবার খুশি ততবার।আর সিম যেহেতু ১০লাখ দেয়া হবে সারা দেশে,তাই যত দ্রুত সম্ভব নিয়ে নিন,পরবর্তীতে নাও পেতে পারেন।সিম সংক্রান্ত আরো বাকি তথ্য নিচে দেখুন। টেলিটক অপরাজিতা চালু করার সাথে যে অফারগুলো পাবেন Startup Bonus of Teletalk Oporajit...