Posts

Showing posts from November, 2017

টেলিটক 'অপরাজিতা' সিমের আদ্যোপান্ত All Things about Teletalk Oporajita Sim

Image
অপরাজিতা হলো বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় সিম অপারেটর টেলিটক এর একটি স্পেশাল প্যাকেজ,যেটা শুধু মেয়ে গ্রাহকদের জন্য দেশের সমস্ত টেলিটক কাস্টোমার কেয়ার থেকে নেয়া যাবে।মেয়ে গ্রাহক বলতে একজন মেয়ে বা মহিলা তার ভোটার আইডি কার্ড দিয়ে রেজিট্রেশন এবং ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ২টা সিম নিতে পারবে।পরে তার এই সিম যে কোনো পুরুষ গ্রাহক ব্যবহার করলেও সমস্যা নাই।প্রকৃত সত্য হচ্ছে এই সিম নিয়ে পুরুষদেরই আগ্রহ বেশি এবং তারাই বেশি নিচ্ছে যে কোনো মহিলাদের ফুসলিয়ে।এছাড়াও যে কোনো মহিলার মাধ্যমে রেজিট্রেশনকৃত টেলিটকের অন্যান্ন পুরণো প্যাকেজের গ্রাহকগনও এই অপরাজিতা প্যাকেজে মাইগ্রেট করে এর অফার গুলো ভোগ করতে পারবেন। এই সিমের সবচেয়ে স্পেশাল সুবিধা হলো বিনামুল্যে যে কোনো ব্যাক্তি ২টা সিম তুলতে পারবেন,সিম চালু করার ১ম ৩মাসের মধ্যে ৮টাকায় ১জিবি এবং ১৪টাকায় ২জিবি ইন্টারনেট নিতে পারবেন যতবার খুশি ততবার।আর সিম যেহেতু ১০লাখ দেয়া হবে সারা দেশে,তাই যত দ্রুত সম্ভব নিয়ে নিন,পরবর্তীতে নাও পেতে পারেন।সিম সংক্রান্ত আরো বাকি তথ্য নিচে দেখুন। টেলিটক অপরাজিতা চালু করার সাথে যে অফারগুলো পাবেন Startup Bonus of Teletalk Oporajit...

ইউটিউবে টাকা ইনকাম সম্পর্কে কিছু কথা

অনলাইনে অনেক ভাবে টাকা উপার্জন করা যায়।তারমধ্যে টাকা উপার্জনের সবচেয়ে সহজ উপায় হচ্ছে ইউটিউব।কারণ ইউটিউবে সবচেয়ে সহজে এডসেন্স একাউন্ট এপ্রুভ করা যায়।ইউটিউব দিয়ে টাকা উপার্জন সম্পর্কে একটি বেসিক ধারণা দেয়ার চেষ্টা করবো এই পোস্টে। ইউটিউবে মুল প্রসেসটা কি?কেন ইউটিউব আমাকে শুধু শুধু টাকা দিতে যাবে?আসলে ইউটিউব হলো গুগলের একটি প্রোডাক্ট।আর গুগল সারা বিশ্বে সবচেয়ে বেশি ইনকাম করে বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে।মনে করুন,আপনার একটা টিভির চ্যানেল আছে।এই চ্যানেলটার খুব চাহিদা,মানুষ খুব বেশি দেখে আপনার চ্যানেল।বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান তাদের নতুন উদ্ভাবিত পন্যের প্রতি মানুষকে আগ্রহী করতে চাইলে তাদের পন্য সম্পর্কে জানাতে হবে।আর এই জানানোর একটি সহজ মাধ্যম হলো আপনার চ্যানেল।আপনার চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠানের ফাকে ফাকে যদি তাদের পন্যের এড দেখান,তাহলে মানুষ সেটা বেশি বেশি দেখবে,তাদের পন্য সম্পর্কে জানবে,তাদের পন্যের বেচা-কেনা বৃদ্ধি পাবে।এজন্য তারা আপনাকে নির্দিষ্ট পরিমান টাকা দিবে তাদের এড আপনার চ্যানেলে দেখানোর জন্য।একই পদ্ধতিতে কাজ করে গুগলের ইউটিউব।এক্ষেত্রে আপনারও টিভি চ্যানেলের মত একটি চ্যানেল খুলতে হবে,ঐ...

বাংলাদেশের সকল ট্রেনের সময়সুচী All Trains of Bangladesh Time Schedule

Image
বাংলাদেশে বিভিন্ন ক্লাসের ট্রেন আছে।হাই ক্লাস ট্রেন যেমন সোনার বাংলা এক্সপ্রেস,সুবর্ণ এক্সপ্রেস।কিছু আছে হাই মিডল যেমন মহানগর,সিল্কসিটি ইত্যাদি।কিছু আছে একেবারে মিডল যেমন উপকুল এক্সপ্রেস এবং অন্যান্ন ইন্টার সিটি ট্রেন।কিছু আছে হাই ক্লাস লোকাল যেমন চট্টলা এক্সপ্রেস ও অন্যান্ন।কিছু আছে একেবারে লোকাল যেমন জালালাবাদ এক্সপ্রেস,নোয়াখালী এক্সপ্রেস ও মেইল ট্রেনগুলো।আর ডেমু কমিউটর গুলোকে আসলে মিডল ও লোকালের মধ্যে রাখা যায়,কারণ এগুলোর স্পিড ইন্টারসিটির মতই,তবে লোকালের মতো সব জায়গায় থামে।এই ক্যাটাগরি করছি আমি আমার ব্যক্তিগত ট্রেনে চড়ার অভিজ্ঞতা থেকে।বাস্তবে বাংলাদেশে ইন্টারসিটি দ্বারা সব হাই,মিডলকে এবং লোকাল বা মেইল দ্বারা বাকীগুলাকে বুঝানো হয়।নিচে ট্রেনগুলোর সময়সূচী দিলাম ছবির ফরমেটে...। সকল ইন্টার সিটি ট্রেনের সময়সুচী সকল লোকাল/মেইল ট্রেনের সময়সুচী আপনি চাইলে বাংলাদেশের সকল ট্রেনের সময়সুচী এখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারেন,প্রিন্ট ও করতে পারেন অথবা পিডিএফ ফরমেটে ডাউনলোড করতে পারেন।

How to mention anyone in facebook post comment or message যেভাবে ফেসবুক পোস্ট কমেন্ট অথবা মেসেঞ্জারে কাউকে মেনশন করবেন

Image
স্বাগত আমার ব্লগে।আজকে আপনাদের শিখাবো কিভাবে যে কাউকে আপনার ফেসবুকে মেনশন করুন,হোক সে আপনার ফেসবুক ফ্রেন্ড অথবা ফ্রেন্ড না।অনেক ভাবেই যে কাউকে ফেসবুকে মেনশন করা যায়।আমি কয়েকটা পদ্ধতি শেয়ার করছি,এভাবে ফেসবুকের যে কাউকে হোক মেনশন করতে পারবেন.চলুন শুরু করা যাক ফেসবুকের যে কোন পোস্টে,কমেন্টে অথবা মেসেঞ্জারে আপনার যে কোনো ফেসবুক বন্ধুকে অথবা বন্ধু ছাড়া অন্য কাউকে মেনশন করবেন ফেসবুক পোস্ট অথবা কমেন্টে সবচেয়ে ইজিলি মেনশন করার পদ্ধতি হলো যার নাম মেনশন করবেন তার নামের প্রথম অক্ষর বড় হাতের দিয়ে শুরু করে ধীরে ধীরে লিখতে থাকুন,তারপর নামের সাথে মিলে গেলে অটোমেটিক একটা নামের চার্ট আসবে সেখান থেকে আপনার কাঙ্খিত ব্যাক্তিকে সিলেক্ট করুন।এই পদ্ধতিটা পিসিতে ভালো কাজে দেয়,মোবাইলে না ও আসতে পারে।তো যদি নামের চার্ট না আসে,অথবা চার্ট আসার পরও কাঙ্খিত ব্যক্তিকে খুজে পাচ্ছেন না,সে ক্ষেত্রে দ্বিতীয় পদ্ধতি প্রয়োগ করুন। দ্বিতীয় পদ্ধতি এই পদ্ধতিটাও প্রথমটার মতই।আপনার কাঙ্খিত ব্যক্তির নাম লিখতে থাকুন,তবে নামের পুর্বে একটা @ দিবেন।অর্থাৎ @ পরে কোনো স্পেস না দিয়ে ঐ ব্যক্তির নাম লিখা শুরু করলে নামের লিস্ট চলে আসব...

ঢাবি অধিভুক্ত ৭কলেজে ফরম ফিলাপের নিয়ম

Image
ঢাবি অধিভুক্ত ৭কলেজে অর্থাৎ ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, ইডেন কলেজ,কবি নজরুল কলেজ,বেগম বদরুন্নেসা কলেজ,শহীদ সোহরাওয়ার্দী কলেজ এ ফরম ফিলাপ করতে হলে প্রথমে এই লিংকে প্রবেশ করুন।তারপর SSC HSC roll নং,রেরেজিট্রেশন নং,মোবাইল নং ইত্যাদি ধাপে ধাপে পুরণ করুন।শেষে 300/300 মাপের একটা ছবি আপলোড দিন।শেষে payment slip আসলে প্রিন্ট করে নিন অথবা প্রিন্টার না থাকলে পিডিএফ হিসেবে ডাউনলোড করে নিন।এই পিডিএফ টা প্রিন্ট করে সোনালি ব্যাংকের যে কোনো অনলাইন শাখায় ৪০০টাকা দিয়ে কাজ কম্পলিট করুন,তারা অর্ধেক ছিড়ে রেখে বাকি অর্ধেক ফিরিয়ে দেবে।টাকা জমা দেয়ার দুইদিন পর আগের ওয়েব সাইটে ঢুকে আপনার এপ্লিকেশন আইডি আর মোবাইল নাম্বার দিয়ে লগইন করুন।এখন আপনার পেমেন্ট অপশনে সবুজ চিহ্ন দেখতে পাবেন এবং এডমিট কার্ড তুলতে পারবেন।এডমিট কার্ডে পরীক্ষা সংক্রান্ত অনেক ইনফরমেশন দেয়া থাকবে।আশা করি এভাবে পারবেন। 7college.du.ac.bd এই ওয়েবসাইট এ এছাড়াও পরীক্ষার মানবন্টন,প্রশ্নপদ্ধতি সহ পরীক্ষা সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর পাবেন।এরপরেও কোনো সমস্যা হলে এই ভিডিওটা তে যেভাবে আছে সেই পদ্ধতি অনুসরণ করুন,তাহলেই হবে। how to Apply Dhaka College ...

যেভাবে একটি ইউটিউব চ্যানেল খুলবেন

Image
আগে আপনার একটি থাকা লাগবে।জিমেইল আইডি না থাকলে এই পোস্ট থেকে জিমেইল আইডি খুলে ফেলুন।ধরলাম আপনার একটি জিমেইল আইডি খোলা হয়ে গেছে।এখন ঐ আইডিতে লগইন থাকা অবস্থায় আপনার এন্ড্রয়েড ফোন অথবা পিসির ক্রোম থেকে youtube.com এ ঢুকুন।দেখুন পাশে লেখা আছে সাইন ইন।সাইন ইন এ ক্লিক কিরে আপনার আইডি আর পাসওয়ার্ড দিয়ে আবার লগইন করুন।দেখবেন সাইন ইনের জায়গায় গোল চিহ্ন দেখাচ্ছে,তাহলে বুঝবেন লগইন কমপ্লিট।আর যদি প্রথমেই সাইন ইনের বদলে গোল চিহ্নটা থাকে,তাহলে আর লগইন করতে হবে না,আপনার ব্রাউজার এ অটো লগইন করা আছে। তারপর আপলোড অথবা তীর চিহ্নে ক্লিক করুন।এখন লিখা আসবে upload as। এর পরে দুইটা নাম দিতে বলবে এই দুইটা নামই হলো আপনার চ্যানেলের নাম।এই নামেই আপনার চ্যানেল রিপ্রেজেন্ট করবে।চ্যানেল খোলার পর আপলোডের চিহ্নটা বড় করে শো করবে।ওটাতে ক্লিক করলে আপনার মেমোরি থেকে যে ভিডিও আপলোড করতে চান সেটা সিলেক্ট করে দিবেন।আপলোড কমপ্লিট হবে 0 থেকে 100%।তারপর একইভাবে ভিডিও প্রসেসিং হবে 100%।তারপর ভিডিওর টাইটেল এ একটা নাম দিবেন,যে নামে ভিডিওটা সর্বত্র শো করবে।Description এ ভিডিও সম্পর্কে কিছু লিখবেন।বলে রাখা ভালো যে,Description ...

এয়ারটেল সিমে ৬০এম্বি মাত্র ১.২টাকা ১মাস মেয়াদ 60MB only 1.2tk in Airtel Sim with 28days Validity

Image
প্রথমে আপনাকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে।সফটওয়্যার টার নাম হলো my airtel prepaid।সফটওয়্যারটি এই লিংক থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন অথবা প্লেস্টোর থেকেও ডাউনলোড করতে পারেন। ধরে নিলাম আপনার ফোনে সফটওয়্যারটি ইনস্টল করা হয়ে গেছে। এখন সফটওয়ারের মধ্যে ঢুকুন।continue as এর পরে ফোন নম্বর দেখাবে,সেটাতে ট্যাপ করুন,তারপর লগইন হবে এবং উপরে আপনার ফোন নাম্বার দেখাবে। তারপর mobile internet এ ঢুকবেন।তারপর 3g packages>available plans তারপর নিচের দিকে যেতে থাকুন।দেখবেন লিখা আছে নিচের মতো। এখন এটাতে ক্লিক করুন,তারপর I accept দিন,তারপর activate দিন।একটা পিন নাম্বার আসবে ম্যাসেজে। সেটা আগত বক্সে দিয়ে ok করুন। সাথে সাথে এম্বি চলে আসবে।এভাবে যতবার ইচ্ছা নিতে পারেন যতদিন পর্যন্ত অফারটা চালু থাকে।এভাবে বার বার ডায়াল করলে ২১টাকায় ১জিবি আসবে,মেয়াদ ২৮দিন। চেষ্টা করেছি যতোটা পারি সহজ করে বুঝাতে,এরপরেও বুঝতে কোনো সমস্যা হলে নিচের ভিডিওটা দেখুন।আশা করি উপকার হবে।