ধুমপান, স্বাস্থ্য ও পরিবেশ
ধুমপান বলতে তামাকজাত পণ্য বিশেষ পদ্ধতিতে পুড়িয়ে প্রশ্বাসের সাথে গ্রহণ ও নিঃশ্বাসের সাথে ছেড়ে দেয়াকে বুঝায়। ধুমপানের অনেক পদ্ধতির মধ্যে বর্তমান বিশ্বে সবচেয়ে সহজলভ্য এবং প্রচলিত পদ্ধতি হচ্ছে সিগারেটের মাধ্যমে ধুমপান। বর্তমান বিশ্বের সকল শ্রেণির বিপুল সংখ্যক লোক ধুমপানে অভ্যস্ত হলেও তরুণ সমাজের নিকট এখন এটি অনেকটাই ফ্যাশনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে দেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ শিক্ষার্থীরাও জেনে শুনে এ বিষ পান করে যাচ্ছে এবং পরিবেশে বিষ ছড়াচ্ছে। আজকের এ লেখায় ধুমপানের স্বাস্থ্যগত মারাত্মক ঝুঁকির পাশাপাশি এটি পরিবেশের যে বিপুল ক্ষতি সাধন করছে সে সম্পর্কে সংক্ষিপ্তসারে আলোচনা করা হবে। ধুমপান ও স্বাস্থ্যহানি ‘ধুমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর’ এ কথাটি সবাই জানে। প্রতিটি সিগারেটের প্যাকেটে একথাটি অথবা তার সমার্থক কথা উল্লেখ থাকে। কিন্তু এটা কতটা ক্ষতিকর- এ সম্পর্কে অধিকাংশ মানুষের জ্ঞান অস্পষ্ট। ধুমপান ও ক্যান্সার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পৃথিবীতে সবচেয়ে বেশি মৃত্যু ঘটাচ্ছে যে রোগগুলি, তন্মধ্যে ক্যান্সার দ্বিতীয় এবং তামাক ব্যবহারই ক্যান্সারের মৃত্যুর সবচেয়ে ব...