মুক্তিযুদ্ধ ও লাকসাম
মুক্তিযুদ্ধঃ আমাদের বাঙ্গালি জাতির সবচেয়ে বড় গর্বের বিষয় অবশ্যই মুক্তিযুদ্ধ। এত আত্মদান, এত ত্যাগ কোথায়, কোন দেশ এমন গর্ব করে বলতে পারে যে, আমরা লাখ লাখ মানুষ বুকের রক্ত ঢেলে দেশকে স্বাধীন করেছি? আমাদের দমিয়ে রাখার কত চেষ্টা হয়েছে। কিন্তু বাঙালি মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এমন অভ্যুদয় নিয়ে তো গর্ব করবই।যে অভ্যুদয়ের মাধ্যমে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ,একটি পরিচয়।আর এ দেশ এমনি এমনি আমাদের দিয়ে দেয়া হয়নি,তার জন্য দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করতে হয়েছে,হারাতে হয়েছে ৩০ লক্ষ মানুষের জিবন,লাঞ্চিতা হতে হয়েছে অগনিত নারীকে। মুক্তিযুদ্ধের কথা বলতে গেলেই সবার আগে বলতে হবে বঙ্গবন্ধুর কথা। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষনই জাতিকে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়তে উদ্ভুদ্ধ করেছিল। মুক্তিযুদ্ধের সেই অসাধারণ ভাষনই ছিলো মুক্তিযুদ্ধের ডাক।“রক্ত যখন দিয়েছি,রক্ত আরো দিবো,তবুও এদেশের মানুষকে স্বাধীন করে ছাড়বো ইনশা আল্লাহ।এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম”। তার এই কালজয়ী আহবানই মানুষকে মুক্তিসংগ্রামে অনুপ্রাণিত করাছিলো।যার ফলশ্রুতিতে ২৫ মার্চ রাতে হানাদারদের হামলার পরপরই সারাদেশব্যাপী জাতির সুর্য্সন্তান মুক্তিয...