Posts

Showing posts from October, 2017

মুক্তিযুদ্ধ ও লাকসাম

Image
মুক্তিযুদ্ধঃ আমাদের বাঙ্গালি জাতির সবচেয়ে বড় গর্বের বিষয় অবশ্যই মুক্তিযুদ্ধ। এত আত্মদান, এত ত্যাগ কোথায়, কোন দেশ এমন গর্ব করে বলতে পারে যে, আমরা লাখ লাখ মানুষ বুকের রক্ত ঢেলে দেশকে স্বাধীন করেছি? আমাদের দমিয়ে রাখার কত চেষ্টা হয়েছে। কিন্তু বাঙালি মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এমন অভ্যুদয় নিয়ে তো গর্ব করবই।যে অভ্যুদয়ের মাধ্যমে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ,একটি পরিচয়।আর এ দেশ এমনি এমনি আমাদের দিয়ে দেয়া হয়নি,তার জন্য দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করতে হয়েছে,হারাতে হয়েছে ৩০ লক্ষ মানুষের জিবন,লাঞ্চিতা হতে হয়েছে অগনিত নারীকে। মুক্তিযুদ্ধের কথা বলতে গেলেই সবার আগে বলতে হবে বঙ্গবন্ধুর কথা। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষনই জাতিকে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়তে উদ্ভুদ্ধ করেছিল। মুক্তিযুদ্ধের সেই অসাধারণ ভাষনই ছিলো মুক্তিযুদ্ধের ডাক।“রক্ত যখন দিয়েছি,রক্ত আরো দিবো,তবুও এদেশের মানুষকে স্বাধীন করে ছাড়বো ইনশা আল্লাহ।এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম”। তার এই কালজয়ী আহবানই মানুষকে মুক্তিসংগ্রামে অনুপ্রাণিত করাছিলো।যার ফলশ্রুতিতে ২৫ মার্চ রাতে হানাদারদের হামলার পরপরই সারাদেশব্যাপী জাতির সুর্য্সন্তান মুক্তিয...

DGHS MBBS Admission Test 2017-18 Result

Image
এম বি বি এস ভর্তি পরীক্ষা ২০১৭-১৮ সেশনের ফলাফল প্রকাশিত হয়েছে।ফলাফল পাওয়া যাবে এই লিংকে MBBS admission test 2017 রেজাল্ট পেতে উপরের লিংকটাতে ক্লিক করুন। লিংকে প্রবেশের পর আপনার শুধু আপনি আপনার রোল নাম্বার দিয়ে রেজাল্ট বের করতে পারবেন। উপরের বক্সে রোল লিখে result এ ক্লিক করলে নিচের মতো রেজাল্ট আসবে। এরপর ও রেজাল্ট বের করতে সমস্যা হলে রোল কমেন্ট করুন ,আমি বের করে দিব।

How to Create Gmail ID Bengali Tutorial যেভাবে খুব সহজে জিমেইল খুলতে পারেন

Image
সকল ভিজিটরদেরকে শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আমি আমার পোস্টটি লেখা শুরু করছি,আসসালামু আলাইকুম।আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে খুব সহজে একটি জিমেইল আইডি খোলা যায় এন্ড্রয়েড এবং পিসিতে।যেহেতু ম্যাক্সিমাম মানুষের হাতেই এখন এন্ড্রয়েড ফোন আছে,তাই আমি এন্ড্রয়েড ফোনের মাধ্যমে কিভাবে করা যায় সেটাই দেখাচ্ছি।তবে একই পদ্ধতিতে পিসি (পারসোনাল কম্পিউটার)তেও খুলতে পারবেন।তো শুরু করা যাক। সকল এন্ড্রয়েড ফোনে সাধারণত ক্রোম ডিফল্টভাবেই দেয়া থাকে।তাই আমি মুলতঃ ক্রোমের মাধ্যমেই দেখাচ্ছি।তবে ফায়ারফক্স,সাফারি বা অন্যান্ন ব্রাউজারেও একইভাবে করতে পারবেন। যেভাবে খুব সহজেই নাম্বার ছাড়া এবং নাম্বার সহ জিমেইল খুলবেন প্রথমে ক্রোমের এড্রেসবারে লিখবেন mail.google.com।তারপর Go বা enterদিন। সেখান থেকে create an account এ যান।এটা খুজে না পেলে more অপশন এ ক্লিক করুন,তাহলে পেয়ে যাবেন।তারপর এখানে নিচের মতো ঘরগুলো পুরণ করবেন। ফার্স্ট নেম,লাস্ট নেম,ইউজারনেম।ইউজারনেম অবশ্যই ইউনিক হতে হবে,মানে এই নামে আর কারো আইডি থাকতে পারবেনা।আপনি আপনার নামের সাথে বিভিন্ন আনকমন শব্দ বা নাম্বার যোগ করে নাম ইউনিক করতে পারেন।আর আপনার আই...