কোরআন ও হাদীসের দৃষ্টিকোণ থেকে ধূমপান হারাম ও তার প্রমাণ
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ আসসালামু আলাইকুম। মদ খাওয়া হারাম এটা সকলে মানলেও সিগারেট বা ধূমপান করা হারাম এটা অনেকেই মানতে চান না। তারা ইনিয়ে বিনিয়ে বুঝাতে চান যে এটা হারাম নয়, বরং মাকরুহ। আসুন আমরা আজকে জানার চেষ্টা করব কেন ইসলামের দৃষ্টিতে সিগারেট খাওয়া হারাম। সিগারেট বা ধূমপান কী হালাল নাকি হারাম ইসলামে কোন বিষয় হারাম হওয়ার জন্য কোরআন বা সহীহ হাদিসের একটি দলিলই যথেষ্ট। কিন্তু সিগারেট বা ধূমপান যে হারাম এ বিষয়ে আমরা একাধিক দলীল দেখাব ইনশাআল্লাহ। সিগারেট হারাম এর কারণঃ এটিতে আছে দুর্গন্ধ ব্যক্তির নিজের জীবনের জন্য ক্ষতিকর আশেপাশের অন্য ব্যক্তিদের জন্য ক্ষতিকর এটি অপব্যয় রোগ ব্যাধির কারণ মহান আল্লাহ ও তাঁর রাসুলের অপছন্দের কারণ। সল্লেল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সামাজিক মর্যাদা নষ্টের কারণ সিগারেট বা ধূমপান হারাম হওয়ার দলীল এবার দেখি এই কারণগুলো সম্পর্কে ইসলাম কী বলেঃ ১। দুর্গন্ধ ধুমপায়ীদের মুখে তীব্র দুর্গন্ধ থাকে যা আশেপাশের মানুষ...