ট্রেনে টিকেট জরিমানা করার পদ্ধতি Fining System in Bangladesh Railway
Finining System in Bangladesh Railway
আজকে আপনাদেরকে ইএফটি (EFT=Excess Fare Ticket) টিকিটের সাথে পরিচয় করিয়ে দিব।
ট্রেনের ভেতরে বিনা টিকিটের যাত্রি ভ্রমণের সময় টিটিই ভাই/বোনেরা এই টিকিট জরিমানা সহ যাত্রিদেরকে করে দিয়ে থাকেন। উনারা রেলের নিয়ম অনুযায়ী ইএফটি টিকিট করে দেন। আমরা সাধারণ যাত্রীরা কিছু না বুঝেই টিটিই'দের সাথে তর্ক করি।এটি খুবই খারাপ অভ্যাস।এমনকি টিটিই'দের হুমকিও দেই কিছু যাত্রি।
ইএফটি টিকেট Excess Fair Ticket (EFT) in Railway
আসুন এবার দেখে নেই ইএফটি টিকিট সম্বন্ধে রেলের নিয়মগুলোঃ-
ট্রেনে আমরা প্রধানত ৪ কারনে জরিমানাসহ ভাড়া আদায় করে থাকি ,
ট্রেনে বিনা টিকেটের যাত্রীদের জরিমানার পদ্ধতি
১. বিনা টিকিটের যাত্রী (WT) : এটি টিটিই দের জন্য সবচেয়ে শ্রেয় উপায় ভাড়া আদায়ের । এক্ষেত্রে উক্ত যাত্রীকে প্রারম্ভিক স্টেশন থেকে ভাড়া+জরিমানা নেওয়া হয় । এক্ষেত্রে জরিমানার পরিমানটা নির্ধারিত হয় প্রারম্ভিক স্টেশন এবং উক্ত যাত্রীকে কোথায় কর্তব্যরত টিটিই শনাক্ত করছে তার উপর ভিত্তি করে । যেমন- ১. একজন যাত্রী চিলাহাটি থেকে উঠে পার্বতীপুরে যায় যেকোনো শোভন চেয়ার গাড়িতে এবং তাকে যদি ডোমারে সনাক্ত করা হয়, তবে চিলাহাটি টু ডোমারের ভাড়াটা তার জরিমানা বলে গণ্য হবে । এখানে চিলাহাটি টু পার্বতীপুর ভাড়া ৮০ এবং চিলাহাটি টু ডোমার ভাড়া ৫০
অতএব তার ই এফ টি তে ভাড়া হবে (৮০+৫০) = ১৩০/-
২. আবার উক্ত যাত্রীকে যদি সৈয়দপুর স্টেশনে সনাক্ত করা হয় তবে তার জরিমানা হবে চিলাহাটি টু সৈয়দপুর অর্থাৎ ৬৫ টাকা ।
সুতরাং এই পদ্ধতিতে কোনো টিটিই বিনা টিকিটের যাত্রীর কাছে ভাড়া আদায় করতে চাইলে টিটিই গনের প্রারম্ভিক স্টেশন থেকে গন্তব্য স্টেশনের ভাড়া আর সনাক্ত স্টেশনের জরিমানা আদায় করে রশিদ দিতে হবে ।
২. অভিভাবকের সাথে অতিরিক্ত যাত্রী (WTWG অথবা WT মহিলা লিখে কেউ ই এফ টি তে) : এক্ষেত্রে ধরেন ৩ জন একত্রেই বিরাজমান তবে ২ জনের টিকেট আছে একজনের নেই, তবে উক্ত টিকিটের রেফারেন্স এ তৃতীয় ব্যক্তির ভাড়া+জরিমানা আদায় করা হয় এ পদ্ধতিতে। এক্ষেত্রে যে স্টেশন থেকে যাত্রা শুরু হলো অর্থাৎ যে স্টেশনের টিকিট ২ জনের কাছে আছে, ওই স্টেশন থেকে গন্তব্য স্টেশনের ভাড়া + যে স্টেশনে তাকে সনাক্ত করা হয়েছে সেই ভাড়া টা জরিমানা হিসেবে দিতে গণ্য হবে । যেমন - যাত্রাকাল পার্বতীপুর থেকে নাটোর যদি হয় এবং তাদের ফুলবাড়ী যদি সনাক্ত করা হয় তবে তার ই এফ টি তে ভাড়া হবে - পার্বতীপুর টু নাটোর ১৬০ জরিমানা পার্বতীপুর টু ফুলবাড়ী ৫০ অর্থাৎ , (১৬০ + ৫০ ) = ২১০ /-
আবার উক্ত যাত্রী যদি জয়পুরহাট এ সনাক্ত হয় তবে তার জরিমানা হবে পার্বতীপুর টু জয়পুরহাট অর্থাৎ ৭৫ /-, আক্কেলপুর হলে ৯৫ /-
সান্তাহার হলে ১১৫ /-
৩. অতিরিক্ত ভ্রমণ বা Over Ride/Run (OR) : টিকেটে উল্লেখ্য গন্তব্যস্থলের অধিক স্টেশন ভ্রমন করলে ভাড়া জরিমানা আদায় করা হয়, এক্ষেত্রে যতদূর পর্যন্ত টিকেট বরাদ্দ তার পর থেকে গন্তব্য এবং সনাক্ত স্টেশন বিবেচনা করে ভাড়া জরিমানা করা হয় । যেমন - কোনো যাত্রীর টিকেট পার্বতীপুর থেকে সান্তাহার পর্যন্ত হয় এবং সে নাটোর যেতে ইচ্ছুক এটি যেকোনো কারণেই হোক না কেন তার আসন বরাদ্দ সান্তাহার পর্যন্ত, যাওয়ার কথা সান্তাহার পরে নাটোর যেতে হচ্ছে যায় হোক না কেন তাকে ভাড়া প্রদান করতে হবে । এক্ষেত্রে তার ভাড়া হবে সান্তাহার থেকে নাটোর এর ভাড়া ৫৫ + জরিমানা সনাক্ত স্টেশনে যেমন আহসানগঞ্জ হলে ৫০ এক্ষেত্রে ই এফ টি তে ভাড়া (৫৫+৫০) = ১০৫
এখন যদি কোনো ট্রেনের আহসানগঞ্জ স্টপেজ না থাকে তবে তার ভাড়া ই এফ টি তে হবে (৫৫+৫৫) = ১১০
৪. অভিভাবকের সাথে অতিরিক্তি অপ্রাপ্ত বয়স্ক যাত্রী বা (Ex.Child WTWG ) : কোনো পরিবার বা অভিভাবকের সাথে বিনা টিকিটের অপ্রাপ্ত বয়স্ক যাত্রী থাকলে উক্ত যাত্রীর জন্য মূল ভাড়ার ৬৬% টাকা + সনাক্ত স্টেশনের ভাড়া জরিমানা হিসেবে গণ্য হবে ।
বিনাবুকে মালামালেরও ভাড়া জরিমানা এভাবে করা হয় ।
এখানে শুধু গার্ডস সার্টিফিকেট নিয়ে যদি কেউ ট্রেনে ভ্রমণ করে শুধু তার জরিমানা করা হয় না তাছাড়া সকলেই জরিমানাসহ ভাড়া দিতে বাধ্য ।
উল্লেখ্য যে টিটিই গণ বিনা কৈফিয়তে ভাড়া সম পরিমাণ জরিমানা করতে পারে যে কোনো ক্ষেত্রে ।
💕💕
জুনিয়র টিটিই /পিবিটি
পোস্ট ক্রেডিট Ripon Kumar Vai 💚🥰
ক্রেডিটঃ Anuwar Hussian from লাকসাম রেলওয়ে জংশন Laksam Railway Junction FB group
Comments
Post a Comment