স্বাগত আমার ব্লগে।আজকে আপনাদের শিখাবো কিভাবে যে কাউকে আপনার ফেসবুকে মেনশন করুন,হোক সে আপনার ফেসবুক ফ্রেন্ড অথবা ফ্রেন্ড না।অনেক ভাবেই যে কাউকে ফেসবুকে মেনশন করা যায়।আমি কয়েকটা পদ্ধতি শেয়ার করছি,এভাবে ফেসবুকের যে কাউকে হোক মেনশন করতে পারবেন.চলুন শুরু করা যাক ফেসবুকের যে কোন পোস্টে,কমেন্টে অথবা মেসেঞ্জারে আপনার যে কোনো ফেসবুক বন্ধুকে অথবা বন্ধু ছাড়া অন্য কাউকে মেনশন করবেন ফেসবুক পোস্ট অথবা কমেন্টে সবচেয়ে ইজিলি মেনশন করার পদ্ধতি হলো যার নাম মেনশন করবেন তার নামের প্রথম অক্ষর বড় হাতের দিয়ে শুরু করে ধীরে ধীরে লিখতে থাকুন,তারপর নামের সাথে মিলে গেলে অটোমেটিক একটা নামের চার্ট আসবে সেখান থেকে আপনার কাঙ্খিত ব্যাক্তিকে সিলেক্ট করুন।এই পদ্ধতিটা পিসিতে ভালো কাজে দেয়,মোবাইলে না ও আসতে পারে।তো যদি নামের চার্ট না আসে,অথবা চার্ট আসার পরও কাঙ্খিত ব্যক্তিকে খুজে পাচ্ছেন না,সে ক্ষেত্রে দ্বিতীয় পদ্ধতি প্রয়োগ করুন। দ্বিতীয় পদ্ধতি এই পদ্ধতিটাও প্রথমটার মতই।আপনার কাঙ্খিত ব্যক্তির নাম লিখতে থাকুন,তবে নামের পুর্বে একটা @ দিবেন।অর্থাৎ @ পরে কোনো স্পেস না দিয়ে ঐ ব্যক্তির নাম লিখা শুরু করলে নামের লিস্ট চলে আসব...
Comments
Post a Comment