Review of Mohanagar Pravati and Mahanagar Godhuli Express Train মহানগর প্রভাতী ও মহানগর গোধুলী ট্রেন সম্পর্কে বিস্তারিত


প্রিয় দর্শক, সবাই আমার আন্তরিক সালাম ও শুভকামনা গ্রহণ করুন। আজকের এ ব্লগটাতে আমরা কথা বলবো বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণীর মানূষের জন্য সবচেয়ে ভালো একটি ট্রেন মহানগর প্রভাতি বা গোধুলী নিয়ে।

এ ট্রেনটি ঢাকা-চিটাগাং রুটের অন্যতম সেরা ট্রেন। এটি সকাল ৭টা৪৫মিনিটএ ঢাকা থেকে ছেড়ে গিয়ে দুপুর ১টা ৪৫মিনিটে চিটাগাং গিয়ে পৌছে।অর্থাৎ ঢাকা থেকে চিটাগাং যেতে এ ট্রেনটির মোটামুটি ৬ঘন্টার মত সময় লাগে। চিটাগাং থেকে ঢাকায় আসতেও এর প্রায় একই সময় লাগে। অর্থাৎ বিকাল ৩টা বাজে এটি চিটাগাং থেকে ছেড়ে গিয়ে রাতের ৯টা ১০মিঃ এ  ঢাকায় এসে পৌছে।

মজার বিষয় হচ্ছে ঢাকা থেকে সকালে চিটাগাং আসার সময় এর নাম থাকে মহানগর প্রভাতি আবার একই ট্রেন চিটাগাং থেকে ঢাকায় ব্যাক করার সময় এর নাম হয়ে যায় মহানগর গোধুলী। এখন এ ট্রেনটি সম্পর্কে আমরা বিস্তারিত জানব যেমন- 
 • এর রুট সম্পর্কে- অর্থাৎ ঢাকা থেকে চিটাগাং যাওয়ার পথে এটি কোথায় কোথায় থামে
 • এর আসনের ভিন্নতার উপর ভিত্তি করে ভাড়া প্রথমে, ঢাকা থেকে চিটাগাং যাওয়ার পথে এটি যে যে স্টেশনগুলোতে থামে সেগুলোর নাম এবং সেখান থেকে ছাড়ার সময় জানিয়ে দিচ্ছি।












অতঃপর এটি চিটাগাং থকে ঢাকা আসার পথে আবার একই স্টেশনগুলো থেকে ছেড়ে যাওয়ার সময় জানিয়ে দিচ্ছি।














ছবিটাতে স্টেশন গুলোর নাম এবং ট্রেন ছেড়ে দেয়ার সময় দেয়া আছে,আপনাকে উক্ত ট্রেনে ভ্রমন করতে প্রদত্ত সময়ের পূর্বেই কাঙ্খিত স্টেশনে পৌছতে হবে।
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1651330579953961"
     crossorigin="anonymous"></script>
এখন আমরা জানব ট্রেনটির আসন বা সিট সম্পর্কে এবং সিট অনুযায়ী ভাড়া সম্পর্কে।প্রথমেই আমরা ঢাকা কমলাপুর বা বিমানবন্দর স্টেশন থেকে চিটাগাং এর ভাড়া সম্পর্কে কথা বলবো।শুধু চিটাগাং না,এ ট্রেনে যেখানেই যান না কেন,এ ট্রেনটি আপনাকে সাধারণত ৪ধরণের সিট অফার করবে।প্রথমটা হচ্ছে শোভন চেয়ার,এটা কিছুটা বাসের সিটের মত।তবে এ সিটের ক্ষেত্রে মানুষ কমপার্ট্মেন্টে ভিড় করে থাকে।তবু মধ্যবিত্তদের জন্য খারাপ না।
স্নিগ্ধা এটা শোভনের থেকেও ভালো এবং এসি থাকে।
আর ফার্স্ট ক্লাস হচ্ছে এসিনেই এবে কম্পার্ট্মমেন্টে কেউ ভিড় করতে পারবেনা।
৪র্থ ধরনের সিট হচ্ছে এসি ফার্স্ট ক্লাস সিট ,অন্য গুলোর মত এর জনপ্রতি ভাড়া ও নিচের পিকে পাবেন।
ঢাকা টু চিটাগাং ছাড়া অন্যান্ন রুট যেমন ঢাকা টু ভৈরববাজার,বি.বাড়িয়া,আখাউড়া,কুমিল্লা,লাকসাম,ফেনী এগুলো সিটের ধরণ ভাড়া সময় বিস্তারিত লিখতে গেলে অনেক সময় লাগবে,বিস্তারিত জানতে এ ভিডিও টি দেখতে পারেন।

Comments

Popular posts from this blog

How to mention anyone in facebook post comment or message যেভাবে ফেসবুক পোস্ট কমেন্ট অথবা মেসেঞ্জারে কাউকে মেনশন করবেন

গীবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ংকর লিরিক্স Gibot kora manush gulo shob cheye beshi voyongkor lyrics by saimum shilpigoshthi

Noakhali Science and Technology University(NSTU) BUS Schedule