Review of Mohanagar Pravati and Mahanagar Godhuli Express Train মহানগর প্রভাতী ও মহানগর গোধুলী ট্রেন সম্পর্কে বিস্তারিত
প্রিয় দর্শক, সবাই আমার আন্তরিক সালাম ও শুভকামনা গ্রহণ করুন। আজকের এ ব্লগটাতে আমরা কথা বলবো বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণীর মানূষের জন্য সবচেয়ে ভালো একটি ট্রেন মহানগর প্রভাতি বা গোধুলী নিয়ে। এ ট্রেনটি ঢাকা-চিটাগাং রুটের অন্যতম সেরা ট্রেন। এটি সকাল ৭টা৪৫মিনিটএ ঢাকা থেকে ছেড়ে গিয়ে দুপুর ১টা ৪৫মিনিটে চিটাগাং গিয়ে পৌছে।অর্থাৎ ঢাকা থেকে চিটাগাং যেতে এ ট্রেনটির মোটামুটি ৬ঘন্টার মত সময় লাগে। চিটাগাং থেকে ঢাকায় আসতেও এর প্রায় একই সময় লাগে। অর্থাৎ বিকাল ৩টা বাজে এটি চিটাগাং থেকে ছেড়ে গিয়ে রাতের ৯টা ১০মিঃ এ ঢাকায় এসে পৌছে। মজার বিষয় হচ্ছে ঢাকা থেকে সকালে চিটাগাং আসার সময় এর নাম থাকে মহানগর প্রভাতি আবার একই ট্রেন চিটাগাং থেকে ঢাকায় ব্যাক করার সময় এর নাম হয়ে যায় মহানগর গোধুলী। এখন এ ট্রেনটি সম্পর্কে আমরা বিস্তারিত জানব যেমন- • এর রুট সম্পর্কে- অর্থাৎ ঢাকা থেকে চিটাগাং যাওয়ার পথে এটি কোথায় কোথায় থামে • এর আসনের ভিন্নতার উপর ভিত্তি করে ভাড়া প্রথমে, ঢাকা থেকে চিটাগাং যাওয়ার পথে এটি যে যে স্টেশনগুলোতে থামে সেগুলোর নাম এবং সেখান থেকে ছাড়ার সময় জানিয়ে দিচ্ছি। অতঃপর এটি চিটাগ...