Posts

Showing posts from September, 2018

গীবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ংকর লিরিক্স Gibot kora manush gulo shob cheye beshi voyongkor lyrics by saimum shilpigoshthi

Gibot kora manush gulo shob cheye beshi voyongkor lyrics by saimum shilpigoshthi গীবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ংকর লিরিক্স সাইমুম শিল্পীগোষ্ঠী গীবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ংকর। ছড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর। গীবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ংকর। ছড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর। গীবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ংকর। ছড়িয়ে দাও ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর। আরেকজনার দোষ খুজতে ব্যস্ত সে যে সবসময় নিজের দোষের পায়না হদিস,মানবেনা ভূল তারও হয় । আরেকজনার দোষ খুজতে ব্যস্ত সে যে সবসময় নিজের দোষের পায়না হদিস,মানবেনা ভূল তারও হয় আরেকজনার নিন্দা করে জিন্দা করে পাপ যে তার আরেকজনার নিন্দা করে জিন্দা করে পাপ যে তার ছড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর। গীবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ংকর। ছড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর। নিজের মতের মিল খুজতে যারা থাকে একরোখা। তাদের চোখে তিনিই চালাক অন্যরা সব হয় বোকা। নিজের মতের মিল খুজতে যারা থাকে একরোখা। তাদের চোখে তিনিই চালাক অন্যরা সব হয় বোক...